জোটের জন্য ভোটে ভরাডুবি হয়নি, হয়েছে সাংগঠনিক দুর্বলতার জন্য, ধারণা সিপিএমের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/06/2021   শেষ আপডেট: 21/06/2021 7:30 a.m.
facebook.com/cpimcc

জোট ধরে রাখার পক্ষেই জোর সওয়াল করলেন সিপিএম শীর্ষ নেতৃত্ব সীতারাম ইয়েচুরি এবং সূর্যকান্ত মিশ্র

কংগ্রেস এবং আই এস এফ এর সঙ্গে জোট চালিয়ে যাওয়ার পক্ষে এখনো সাওয়াল করছে সিপিএমের শীর্ষ নেতৃত্ব। এই জোটের পক্ষে সিপিএমের রাজ্য নেতৃত্ব কিছুটা বেঁকে বসলেও এবারে শক্ত হাতে ব্যাট ধরলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে দলের অন্দরে জোট বিরোধীদের মুখ বন্ধ করে দিল আলিমুদ্দিন। যদিও সাংগঠনিক দুর্বলতা এবং কৃষক এবং শ্রমিক সংগঠনের ভূমিকা এই ভোটে ভরাডুবির কারণ হিসেবে দেখছেন অনেক বাম নেতারা। বৈঠকের প্রথম থেকেই পার্টির একাংশের দাবি করে আসছিল তাদের কোনো দোষ নেই, আব্বাস সিদ্দিকী এবং কংগ্রেসের সঙ্গে জোট করাই ভুল হয়েছে। অনেকে আবার এও বলছিলেন যে মানুষ এই বিজেমূল থিওরি একেবারে গ্রহণ করেনি, তাই এই অবস্থা।

তাদের বিরোধিতা করে সীতারাম ইয়েচুরি সরাসরি জানিয়ে দেন কংগ্রেসের সঙ্গে জোট করা ২০১৮ সালের পার্টি কংগ্রেসের নিজেদের গৃহীত সিদ্ধান্ত। এছাড়াও বাংলার সিপিএমের সংগঠনের দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলেন সীতারাম ইয়েচুরি। তিনি মনে করেন পার্টির শাখা সংগঠন এর কাজের মূল্যায়ন এবং মানুষের কাছে বাম নেতৃত্তের পৌঁছে যাওয়ার বিষয়টি নিয়ে যথেষ্ট খামতি ছিল , তাই এই ভরাডুবি সিপিআইএমের। অন্যদিকে সাংগঠনিক দুর্বলতা কাটানোর জন্য পার্টিতে নতুন মুখ নিয়ে আসার পক্ষে সওয়াল করলেন সীতারাম। অন্যদিকে সূর্যকান্ত মিশ্র সরাসরি পার্টির সরকার সংগঠনের জনসংযোগের ঘাটতিকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করলেন। এই সরাসরি জানিয়ে দিলেন কংগ্রেস এবং আব্বাসের সঙ্গে জোট তৃণমূল এবং বিজেপির বিরোধিতার বড় কৌশল ছিল। এছাড়াও, সূর্যকান্ত মিশ্র কার্যত জানিয়ে দিলেন, এবারের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের এই জোট একেবারে তৃতীয় স্থানে প্রথম থেকেই ছিল, তাই মানুষ তৃতীয়কে নিয়ে ভাবেনি। সূর্যকান্ত এবং সীতারাম ইয়েচুরির এই বক্তব্যের পরে আগামী ৫ জুলাইয়ের মধ্যে নির্বাচনী পর্যালোচনা রিপোর্টের ওপর সংশোধনী দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী কেন্দ্রীয় কমিটির বৈঠকে তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল।