ড্রাইভিং শিখতে গিয়ে ভয়ঙ্কর বিপত্তি, ফুল বিক্রেতাকে পিষে দিল গাড়ি, আহত ৩

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/10/2021   শেষ আপডেট: 05/10/2021 3:18 p.m.

এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য

গাড়ি চালানো শিখতে গিয়ে হল বিশাল বড় বিপত্তি। হাত পাকাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন রাস্তায়। কিন্তু যেটা ভেবে বেরিয়েছিলেন সেরকমটা কিছুই হলো না। ঘটে গেল একটা ভয়ঙ্কর ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পিষে দিল একজন ফুল বিক্রেতা সহ ৪ জনকে। ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার নিমতায়। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য এলাকায়।

জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল বেলা বেলঘড়িয়ার দিক থেকে একটি ধাতক মারুতি সোজাসুজি নিমতার দিকে এগিয়ে আসে। নিমতার এমবি রোডের মাঝেরহাটিতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি দোকানে ধাক্কা মারে। তারপরে সরাসরি সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় কিরণ চন্দ্র রায় নামের একজন ফুল ব্যবসায়ীকে। শুধু তাই নয় এই গাড়িটি আরও তিনজনকে ধাক্কা দেয় বলে খবর।

আশঙ্কাজনক অবস্থায় ওই ফুল ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয় আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে। অন্য তিনজনকে ভর্তি করা হয়েছে সাগর দত্ত হাসপাতালে। আর.জি. কর হাসপাতালে মৃত্যু হয়েছে কিরণ চন্দ্র রায়ের। বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক।