কৃষিপণ্যের বাজারে বড় পুঁজিকে আনার ব্যবস্থা আগেই করেছে রাজ্য সরকার

শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: 26/09/2020   শেষ আপডেট: 26/09/2020 10:10 p.m.
facebook.com/BanglarGorboMamata

তাহলে আর নতুন আইনের বিরোধিতা কেন

সংসদে সদ্য পাশ হওয়া কৃষি–আইনগুলির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ চলছে দেশ জুড়ে৷ তাতে সামিল তৃণমূল কংগ্রেসের সাংসদরাও৷ তাঁরা বলছেন, নতুন আইনে বড় পুঁজির গ্রাসে চলে যাবে কৃষিপণ্য ও চাষির জীবন৷ ক্ষতিকর প্রভাব পড়বে দেশের সাধারণ মানুষের ওপরেও৷ অথচ দেখা যাচ্ছে, বেসরকারি পুঁজির মালিকরা সরাসরি যাতে চাষির কাছ থেকে ফসল কিনতে পারেন, তার জন্য ২০১৪ সালেই আইন পাশ করেছে খোদ তৃণমূল সরকার

রাজ্যের কৃষি ও কৃষি বিপণন দপ্তরের বড়কর্তারা বলছেন, পুরনো কৃষি আইনে যে পরিবর্তনগুলি এবার এনেছে কেন্দ্রীয় সরকার, রাজ্যে সেই বদল আগেই করা হয়েছে৷ এমনকি আদেশনামা জারি করে চুক্তি চাষের অনুমোদনও দিয়েছে এই সরকার৷ তবে কেন্দ্র ও রাজ্য সরকারের আইনের মধ্যে তফাৎ হল, রাজ্যে লাইসেন্স ছাড়া বড় পুঁজি কৃষিপণ্যের ব্যবসা করতে পারে না৷ কেন্দ্রের নতুন আইনে লাইসেন্স তুলে দেওয়া হয়েছে৷

বিস্মিত মানুষের প্রশ্ণ, কৃষিপণ্যের বাজারে বড় পুঁজির প্রবেশের পথে, এ রাজ্যে যখন আগে থেকেই কোনও বাধা নেই, তখন নতুন আইনের বিরুদ্ধে ক্ষোভ কেন তৃণমূল সাংসদদের? রাজ্যের কৃষিমন্ত্রীর বক্তব্য, কৃষি–বাজারে বেসরকারি পুঁজির প্রবেশে বাধা না থাকলেও মূল নিয়ন্ত্রণ রয়েছে সরকারের হাতে৷ কিন্তু কেন্দ্রীয় আইনে লাইসেন্স প্রথা না থাকায় চাষিরা কর্পোরেট পুঁজির হাতের পুতুলে পরিণত হবে৷