সাতসকালে প্রবল ধস দার্জিলিংগামী জাতীয় সড়কে, সম্পর্ক ছিন্ন শিলিগুড়ি ও পাহাড়ের মধ্যে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/06/2021   শেষ আপডেট: 25/06/2021 1:30 p.m.

কার্শিয়াংয়ের তিনধরিয়ার কাছে ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে

বেশ কয়েকদিনের প্রবল বৃষ্টিতে অতিষ্ঠ হয়েছিল পাহাড়ি জনজীবন। এরপর আজ অর্থাৎ শুক্রবার সকালে বৃষ্টির কারণে ভয়াবহ ধস নামে কার্শিয়াংয়ের তিনধরিয়ায়। ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নামায় বিপর্যস্ত হয়েছে গোটা পরিবহন ব্যবস্থা। এই রাস্তা আসলে পাহাড়ের সাথে শিলিগুড়ির যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা। সেই রাস্তায় ধস নেমে বন্ধ হয়ে যাওয়ায় এক প্রকার পাহাড়ের সাথে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই ধসের জন্য ট্রয়ট্রেন লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে বৃষ্টি মাথায় নিয়ে যুদ্ধ পরিস্থিতিতে ধস সরানো হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি পাহাড়ের সাথে শিলিগুড়ি সম্পর্ক স্থাপন করা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, শিলিগুড়ি থেকে পাহাড়ে যাওয়ার জন্য রোহিণী ও মিরিক দিয়ে একটি রাস্তা আছে যার মাধ্যমে আপাতত যাতায়াত ব্যবস্থা চলছে।

পাহাড়ে ধসের ঘটনা এই প্রথম এমন নয়। প্রায় প্রত্যেকবার বৃষ্টির সময় কমবেশি পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নেমে থাকে। এর আগে ২০২০ সালে পাগলাঝোড়ার কাছে জাতীয় সড়কে ভয়াবহ ধস নেমেছিল। তবে আজকে পাহাড়ের সাথে শিলিগুড়ির সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বেগে পড়েছিল গোটা এলাকাবাসি। অন্যদিকে, বেশ কিছুদিন ধরেই দার্জিলিংয়ের জাতীয় সড়কে কাজ চলছিল এবং তা প্রায় শেষের পথে ছিল। কিন্তু আজকের ধসের পর সেই সড়ক আবার ক্ষতির মুখে পড়েছে। তবে ধস নামলেও প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে উত্তরবঙ্গে আজ গোটা দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।