ঋণ পেতে নাকি ঘুষ দিতে হয়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/10/2020   শেষ আপডেট: 17/10/2020 2:12 p.m.
T-Shirt printing machine

ব্যবসায়ী-ব্যাংক চাপান-উতোর

শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড় থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী জিতেন জানা। অভিযোগ, সেখানকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঋণ নিতে গেলে ঘুষ চাওয়া হচ্ছে।

পোশাক প্রিন্টিংয়ের কারখানা আছে এই ব্যবসায়ীর। হাতেই করেন ছাপার কাজ। করোনা পরিস্থিতিতে ছোট ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেওয়ার সরকারি প্রকল্পের কথা শুনে এই ব্যাংকে ১০ লক্ষ টাকা ঋণের আবেদন করেছিলেন তিনি। ভেবেছিলেন প্রিন্টিংয়ের উন্নত প্রযুক্তি আনবেন। তাঁর অভিযোগ, ১ অক্টোবর পরিদর্শনে এসে ব্যাঙ্ক ম্যানেজার জানান, অর্ধেক টাকা ঘুষ দিতে হবে, তবেই মিলবে ঋণ।

এদিকে ব্যাংক ম্যানেজার দোষ চাপিয়েছেন ওই ব্যবসায়ীর উপরেই। জানিয়েছেন, কারখানা পরিদর্শন করতে গিয়ে অনেক অসঙ্গতি নজরে এসেছে। তাছাড়া ছোট ব্যবসায়ীদের সাহায্যকারী কেন্দ্রীয় সরকারের প্রকল্প এটি নয়। তা সত্ত্বেও কয়েকটি বিষয়ে জিতেনবাবুকে তাঁরা পরামর্শ দিয়েছিলেন। তা না করে প্রভাব খাটিয়ে ঋণ অনুমোদনের জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।

শিলিগুড়ির পুলিশ কমিশনার বলেছেন, অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।