কিশোরকে খুন করে মাটিতে পুঁতে দিল বন্ধ কারখানার নিরাপত্তারক্ষীরা, উত্তেজনা খড়গপুরে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/07/2021   শেষ আপডেট: 31/07/2021 3:46 p.m.

নিরাপত্তারক্ষীরা আদৌ গুলি চালিয়েছে নাকি সেই বিষয়ে পুলিশ তদন্ত করছে

গুলি করে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হল কিশোরের দেহ। এমন ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হল খড়গপুর (kharagpur) গ্রামীণ থানা এলাকা। অভিযোগ উঠেছে যে ওই এলাকার একটি বন্ধ কারখানার নিরাপত্তারক্ষীরা ওই কিশোরকে খুন করেছে। জানা গিয়েছে, খড়গপুর গ্রামীণ থানা এলাকার কাটপালের বাসিন্দা ছিল ওই মৃত কিশোর। তার বয়স ১৭ বছর এবং নাম পটল দলুই। ওই এলাকাতে প্রায় ১২ বছর ধরে একটি বন্ধ কারখানা রয়েছে। গত শুক্রবার বিকেলে পটল কারখানার ভাঙ্গা পাঁচিল দিয়ে ভিতরে চলে যায়। তারপর অনেক সময় অতিক্রান্ত হলেও বাড়ি ফেরেনি পটল। এলাকায় খোঁজখবর শুরু হলে শনিবার সকালে তার দেহ উদ্ধার হয়। পরিবারের লোকের অভিযোগ, ওই কারখানার নিরাপত্তারক্ষীরা গুলি করে খুন করে কিশোরকে। তারপর প্রমাণ লোপাটের জন্য তাঁদের দেহ লোপাট করে দেয়। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে।

পুলিশের প্রাথমিক সন্দেহ যে চোর ভেবে ওই কিশোরকে গুলি করেছে নিরাপত্তারক্ষীরা। তবে এখানে বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। চোর সন্দেহ থাকলেও হঠাৎ করে কোম্পানির নিরাপত্তারক্ষীরা গুলি চালাবে কেন? সত্যি কি নিরাপত্তারক্ষীরা গুলি চালিয়েছিল? না নেপথ্যে রয়েছে অন্য রহস্য! অন্য কেউ কি ছিল ওই কারখানার ভেতর? একঝাঁক প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তকারীরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। কিশোরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে কিশোরের খুনের কিনারা কিছুটা হলেও করা যাবে।