জল সংরক্ষণে চমৎকার উদ্যোগ প্রধান শিক্ষকের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/12/2020   শেষ আপডেট: 18/12/2020 5:54 p.m.
শোভানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিস্বামী দাস। -

কেন্দ্রীয় পুরস্কার পেল মালদহের স্কুল

সচেতনতা এবং উদ্যোগ– এই দুইয়ের মিশেলে জল সংরক্ষণের চমৎকার উদাহরণ তৈরি করেছে মালদহের শোভানগর হাইস্কুল৷ ইংরেজবাজারের এই স্কুল এ’বছর পেল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের ‘দ্য ওয়াটার ডাইজেস্ট অ্যাওয়ার্ড’ পুরস্কার৷

জল সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে বিজ্ঞানীরা বহু দিন ধরেই মানুষকে সচেতন করছেন৷ রাজ্য সরকারও ‘জল ধরো জল ভরো’ নীতি নিয়ে জল অপচয় রোখার চেষ্টা চালাচ্ছে৷ সেই নীতি অনুসরণ করেই শোভানগর হাইস্কুল এমন একটি উদ্যোগ নিয়েছে যাতে জল সংরক্ষণের পাশাপাশি চেহারা বদলে গেছে স্কুল–ক্যাম্পাসের৷

স্কুলের প্রায় ৮ হাজার স্কোয়ার ফুটের ছাদে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা হয়েছে৷ পানীয় জলের জন্য মাটির তলায় তৈরি হয়েছে বিশাল রিজার্ভার৷ জমিয়ে রাখা জল ব্যবহার করে স্কুলের ছাদে শাক–সব্জি চাষ হচ্ছে৷ লাগানো হয়েছে নানা রকমের আয়ুর্বেদিক গাছ–গাছড়া৷ এমনকি মাছ ও ফুলের চাষও হচ্ছে স্কুলে৷

এই উদ্যোগ চোখে পড়েছিল ইউনেসকোর প্রতিনিধিদের৷ এর পর পুরস্কারের জন্য স্কুলটির নাম সুপারিশ করা হয়৷ এ’বছর কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক এই শোভানগর হাইস্কুলকেই পুরস্কারের জন্য নির্বাচিত করে৷

প্রধান শিক্ষক হরিস্বামী দাস জানিয়েছেন, জল সংরক্ষণের জন্য তাঁরা আরও কিছু পদক্ষেপের কথা ভাবছেন৷ জেলা বিদ্যালয় পরিদর্শক স্কুলের এই কৃতিত্বে গর্ব ও আনন্দ প্রকাশ করেছেন৷