আগুনে ভস্মীভূত মণ্ডপ- সল্টলেকে, রামপুরহাটে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/10/2020   শেষ আপডেট: 28/10/2020 5:12 p.m.
সল্টলেক এফ ডি ব্লক -এর ভস্মীভূত পূজা মন্ডপ -facebook

দ্বাদশীর সকালে সল্টলেক এফডি ব্লকে, একাদশীর সন্ধ্যায় রামপুরহাটে মণ্ডপে আগুন

বুধবার দ্বাদশীর দিন বিসর্জন দেওয়ার কথা ছিল সল্টলেক এফডি ব্লক পুজোর প্রতিমার। তার আগেই সকাল ৬:২০ নাগাদ বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল পুজো মণ্ডপ। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান পুজো কমিটি এবং স্থানীয়দের। আগুন লাগার ১৫-২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু ততক্ষণে ভস্মীভূত হয়ে গেছে গোটা মণ্ডপ। সকালের এই ভয়ঙ্কর ঘটনায় হতাহতের কোনো খবর নেই। বুধবার বিসর্জন উপলক্ষে এলাকার সিসিটিভি বন্ধ ছিল। তার মধ্যেই এই বিপত্তি। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু। দমকল এবং বিধাননগর পুলিশ একত্রে ঘটনার অনুসন্ধান চালাচ্ছে।

উল্টোদিকে মঙ্গলবার সন্ধ্যায় শর্ট সার্কিট থেকে আগুনের লাগে রামপুরহাটের ঐতিহ্যবাহী হাটতলা সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে। কিন্তু মণ্ডপে ঢোকার রাস্তা সরু হওয়ায় দমকল ঢুকতে দেরী হয়। ততক্ষণে আগুনের দাপটে ভস্মীভূত হয়ে গেছে মণ্ডপ। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পুজো কমিটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজে আসেনি। হাটতলা বাজার এলাকায় এমন জনবহুল স্থানে আগুন লাগায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।