এক টাকা বনাম এক পয়সা : ভোটের আগেই জোটের দ্বন্দ্ব

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/01/2021   শেষ আপডেট: 13/01/2021 8:58 a.m.
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। -

কংগ্রেস নেতারা‌ টাকার নেতা নন, বামেরা হতে পারে: বিমানকে পাল্টা সোমেন-পুত্রের

বিধানসভা নির্বাচনের আগে বাংলার মানচিত্রের প্রায় সর্বত্রই রাজনীতির গরম হাওয়া, তা সে শাসক-বিরোধী তরজাই হোক বা গোষ্ঠীদ্বন্দ্ব। আর এবার জোটের পরেও জটলা পাকলো বাম-কংগ্রেসের অন্দরে। পুরুলিয়ার সভা থেকে বামফ্রন্টে চেয়ারম্যান বিমান বসু নাম না করে কংগ্রেস নেতা নেপাল মাহাতোকে আক্রমণ করলে পাল্টা এবার সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র সুর চড়ান স্যোশাল মিডিয়ায়।

এর আগেও জোটের তরফে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করে বিতর্কে জড়ান পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো। এর পরেই বাম শিবিরে উত্তেজনা তুঙ্গে ওঠে নেপালবাবুর ফরোয়ার্ড ব্লককে একটা আসনও না ছাড়ার হুঙ্কারে।এর জেরেই নাম না করে পুরুলিয়ার সভা থেকে নেপাল মাহাতোকে 'এক টাকার নেতা' বলে কটাক্ষ করেন বিমান বসু। এই বাক্যবাণে অস্বস্তিতে পড়েন কংগ্রেস নেতৃবৃন্দ আর তারই ক্ষোভ উঠে আসে রোহন মিত্রের লেখায়। বিমান বসু ও তাঁর দলকে বিদ্রুপ করে লেখেন, "কংগ্রেস নেতারা টাকার নেতা নন, বামেরা হতে পারে। নেপালবাবু এক পয়সারও নেতা নন। আপনি এক টাকার বলেছেন।" বস্তুত বামেদের বিরুদ্ধে ভিন দলের থেকে কোটি কোটি টাকা নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলেন রোহন মিত্র। শেষমেষ তাই জোটের গতিপ্রকৃতি কেমন হবে, তাই নিয়েই চর্চায় রাজনৈতিক মহল‌।