শনিবার থেকেই শুরু তৃতীয় পর্যায়ের ভ্যাকসিনেশন রেজিস্ট্রেশন, একনজরে দেখে নিন পদ্ধতি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/04/2021   শেষ আপডেট: 22/04/2021 4:13 p.m.

১ লা মে থেকে ১৮ বছরের উর্ধ্বে সবাইকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে

করোনা ভাইরাসের নতুন মিউট্যান্ট স্ট্রেনের প্রকোপে প্রতিনিয়ত ভারতে সংক্রমণ গ্রাফ দ্রুতগতিতে ঊর্ধ্বমুখী হচ্ছে। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ৩ লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছে। দেশের পাশাপাশি বেহাল অবস্থা বাংলাতে। ভোটমুখী বাংলায় প্রায় প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুহার লাফিয়ে বাড়ছে। গতকাল বাংলায় ২৪ ঘন্টায় ৫৮ জনের মৃত্যু হয়েছিল। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে কিছুদিন আগেই কেন্দ্র সরকার ঘোষণা করেছিল যে আগামী ১ লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ ভ্যাকসিন নিতে পারবে। এরপর সম্প্রতি রাজ্য সরকার জানিয়েছে আগামী শনিবার অর্থাৎ ২৪ এপ্রিল থেকেই ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন চালু হয়ে যাবে। রেজিস্ট্রেশন করতে ব্যবহার করতে হবে CoWIN অ্যাপ।

একনজরে দেখে নিন রেজিস্ট্রেশন করার পদ্ধতি:

১) প্রথমে আপনার স্মার্টফোনে CoWIN অ্যাপ ডাউনলোড করুন বা cowin.gov.in ওয়েবসাইটে যান।

২) সেখানে রেজিস্টার অথবা সাইন-ইন অপশনে ক্লিক করুন।

৩) তারপর আপনার ১০ ডিজিট ফোন নাম্বার দিন।

৪) ফোন নাম্বার দিলে সেখানে একটি ওটিপি আসবে। নির্দিষ্ট জায়গায় ওই ওটিপি লিখুন।

৫) আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে কেন্দ্রের ভ্যাকসিন দেওয়ার দিনক্ষণ দেখে নিজের সুবিধামতো একটি দিন ও সময় বেছে নিন।

৬) ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে একটি রেফারেন্স আইডি পাবেন যাতে ভবিষ্যতে ভ্যাকসিন সার্টিফিকেট পেয়ে যাবেন আপনি।