প্রাণীসম্পদ বিকাশ দফতরে নিয়োগ, জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/01/2021   শেষ আপডেট: 16/01/2021 4:17 p.m.

মাসিক বেতন ৫৬,১০০ থেকে ১৪৪,৩০০ টাকা

নতুন বছরের শুরুতেই নয়া চমক যোগ্য প্রার্থীদের জন্য। ১২টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ দফতর। কীভাবে আবেদন করবেন? কারাই বা যোগ্য প্রার্থী? জেনে নিন সবিস্তারে।

আবেদনকারীর বয়স? এই চাকরির জন্য আপনাকে আবেদন জানাতে হলে, অবশ্যই আপনার বয়স ৪০ এর মধ্যে হতে হবে। এবং সহজ উপায়ে আপনি ২০২১ সালের পয়লা জানুয়ারির নিরিখেই আপনার বয়স হিসেব করে আবেদন করতে পারেন।

আবেদনকারীর যোগ্যতা? এই চাকরির জন্য প্রার্থীকে এগ্রিকালচার বা ভেটেনারি সায়েন্স বা অ্যানিমাল হাজবেন্ড্রি বিষয়ে ডিগ্রি পাস করতে হবে। সাথেই বাংলা ভাষা লিখতে পড়তে এবং বুঝতে সাবলীল হতে হবে।

দক্ষতা? আপনাকে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূণ্যপদ? মাত্র ১২টি

আবেদনের জন্য খরচ? জেনারেল এবং ওবিসি প্রাথীদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে ২১০ টাকা এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না।

বেতন? মাসিক বেতন ৫৬,১০০ থেকে ১৪৪,৩০০ টাকা।

পদের নাম? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যানিমাল রিসোর্সেস ডেভেলপমেন্ট।

আবেদনের সময়সীমা? আবেদন জানানোর শেষ তারিখ আগামী পয়লা ফেব্রুয়ারি। অনলাইনে www.wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।