বিজেপির রথযাত্রা যাবে শিরাকোল দিয়ে যেখানে নাড্ডার কনভয়ে হামলা হয়েছিল, প্রস্তুতি তুঙ্গে গেরুয়া শিবিরের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/02/2021   শেষ আপডেট: 05/02/2021 3:07 p.m.
twitter

আগামী ১২ ফেব্রুয়ারি অমিত শাহ কলকাতা জোনের রথযাত্রার সূচনা করবেন

একুশে বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি ভোটপ্রচারের উদ্দেশ্যে পূর্ণ উদ্যমে মাঠে নেমে পড়েছে। এরইমধ্যে গেরুয়া শিবির এবারের নির্বাচনে ভালো ফল করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। তাই তাদের শক্তির আন্দাজ দিতে আগামী ১২ ফেব্রুয়ারি বিজেপির কলকাতা জোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে রথযাত্রার সূচনা হবে। এমনকি এই রথযাত্রা সেই শিরাকোল দিয়ে যাবে, যেখানে জেপি নাড্ডা এর কনভয়ে হামলা হয়েছিল। এই প্রসঙ্গে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "শিরাকোল দিয়ে রথ যাবে। এদিন বুঝে নেওয়া যাবে কার কত হিম্মত।"

জানা গিয়েছে, ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের বিজেপির রথযাত্রার রুট ও প্রস্তুতি নিয়ে বৈঠক করেন বিজেপি কলকাতা জোনের নেতারা। এবার এমনভাবে রুট তৈরি করা হচ্ছে যাতে ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে পৌঁছাতে পারে তারা। আগামী ৬ ফেব্রুয়ারি নবদ্বীপ থেকে এই রথযাত্রার সূচনা হবে। ১১ তারিখ কোচবিহার থেকে উত্তরবঙ্গ জোনের রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ। এছাড়াও তিনি সেদিন এসে ঠাকুরনগর এর জনসভা করবেন। অন্যদিকে, ১২ ফেব্রুয়ারি কপিলমুনির আশ্রম থেকে কলকাতা জোনের রথ যাত্রা শুরু হবে।