বিজেপিতে যোগ দিতেই দ্বৈত নিরাপত্তায় মোড়া হল রাজীবকে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/02/2021   শেষ আপডেট: 02/02/2021 11:38 a.m.
রাজীব ব্যানার্জি লাইভ facebook@SriRajibBanerjee

রাজ্যে জেড ও রাজ্যের বাইরে ওয়াই স্তরের নিরাপত্তা পাবেন রাজীব বন্দোপাধ্যায়

শুভেন্দুর মতোই ধাপে ধাপে পদ ছেড়েছেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী। আর প্রাপ্তিও হল শুভেন্দুর ধাঁচেই। এবার সদ্য বিজেপিতে যোগদানকারী রাজীব বন্দোপাধ্যায়কে এ রাজ্যে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র। একইসঙ্গে রাজ্যের বাইরেও পাবেন ওয়াই স্তরের নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে পশ্চিমবঙ্গে থাকাকালীন একজন কম্যান্ড্যান্ট অফিসার সহ আরও ২৪ জন সিআরপিএফ নিরাপত্তাকর্মী থাকবেন রাজীব বন্দোপাধ্যায়ের নিরাপত্তা বাহিনীতে।

প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর এই একইভাবে কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে আবৃত করা হয় তাকেও। রাজীব বন্দোপাধ্যায় সহ বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী রুদ্রনীল ঘোষরা একইসাথে চাটার্ড বিমানে করে দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করে সেখানেই আনুষ্ঠানিকভাবে যোগদান করেন গেরুয়া শিবিরে। আর দুদিনের মধ্যেই রাজীব এই নিরাপত্তা অর্জন করলেন স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে। ডুমুরজোলার পর এবার বারুইপুরের নিউ ইন্ডিয়ান ময়দান থেকে শুভেন্দু-রাজীব এক মঞ্চে সভা করবেন বলেই সূত্রের খবর।