শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, পুজোয় ভাসতে পারে বাংলা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/10/2020   শেষ আপডেট: 20/10/2020 7:30 p.m.

অতি ভারি বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা সাত জেলা ও কলকাতায়

বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে, যার জেরে এ বছর দুর্গাপুজোয় ভাসতে পারে বাংলার একাধিক রাজ্য এবং শহর কলকাতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২২ থেকে ২৫ অক্টোবর, অর্থাৎ ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলী, কলকাতা ও নদীয়ায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি এবং ঝড় হতে পারে।

এই মূহুর্তে নিম্নচাপটির কেন্দ্রে হাওয়ার গতিবেগ ঘন্টায় ২৫-৩০ কিলোমিটার, যা ক্রমে শকিশালী আকার ধারণ করলে ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পুজোর মধ্যে কলকাতায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাসে শহর ও জেলার পুজো উদ্যোক্তারা বাড়তি সতর্কতা গ্রহণের করছেন।