সপ্তমীর প্রাক্কালেই রাজ্যে হানা দেবে সাইক্লোন ?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/10/2020   শেষ আপডেট: 14/10/2020 8:49 p.m.
-

পুজোতে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা

নিম্নচাপের জেরে অক্টোবর মাসে এসেও সক্রিয় মৌসুমী বায়ু। বৃষ্টির সম্ভাবনা যেমন আছে, তার সাথে আবহাওয়াবিদরা মনে করছেন পুজোতে হতে পারে সাইক্লোন। ষষ্ঠী বা সপ্তমীতেই ঘনিয়ে আসতে পারে সাইক্লোন।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থিত একটি ঘুর্ণিঝড় ১৭ই অক্টোবর নিম্নচাপে পরিণত হবে। ফের এই ঝড় শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগরের ওপর দিয়ে অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে। তবে ঘুর্ণি ঝড় হয়ে ওড়িশা উপকূলের কাছাকাছি এলে তার প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে।