ভারতীয় রেলওয়ে চালু করে দিল নতুন এসি থ্রি টায়ার ইকোনমি ক্লাস কোচ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/02/2021   শেষ আপডেট: 11/02/2021 6:10 a.m.

ভারতীয় রেল মন্ত্রক দাবি করছে এটি হতে চলেছে ভারতের সব থেকে সস্তা এবং সুন্দর এসি কোচ।

বুধবার ভারতীয় রেলওয়ে নিয়ে চলে এলো তাদের প্রথম এসি ৩ টায়ার ইকোনমি ক্লাস কোচ। ভারতীয় রেল মন্ত্রক দাবি করছে এটি হতে চলেছে ভারতের সব থেকে সস্তা এবং সুন্দর এসি কোচ। রেল কোচ ফ্যাক্টরি কাপুরতলা থেকে রিসার্চ ডিজাইন এন্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন লখনৌ পর্যন্ত এই ট্রেনের ট্রায়াল' বর্তমানে চলবে।

এই থ্রি টায়ার কোচ প্রথমে কাপুরতলা থেকে কাজ করা শুরু করেছিল। অক্টোবর ২০২০ সালে রেল মন্ত্রকের তরফ থেকে এই ডিজাইন তৈরি করা শুরু হয়। রেলমন্ত্রক সূত্রের খবর, এই নতুন কোচ ৮৩ জন যাত্রীকে একসাথে নিয়ে যেতে পারে। বাড়তি যাত্রীর জন্য এখানে হাইভোল্টেজ ইলেকট্রিক সুইচ গিয়ার প্রথমবারের জন্য আন্ডার ফ্রেম চলে গিয়েছে। এছাড়াও এই কোচের বিশেষত্ব হলো, প্রত্যেক কোচে আপনারা আরো বেশি জায়গা পাবেন এবং নতুন এই কোচে প্রতিবন্ধীদের জন্য আলাদা করে টয়লেটের ব্যবস্থা থাকবে।