কমিশন কোনভাবেই অশান্তি ঠেকাতে আন্তরিক ছিল না, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বামেদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/04/2021   শেষ আপডেট: 02/04/2021 4:41 a.m.
রবীন দেব এবং অধীর চৌধুরী (ছবি - facebook.com/rabin.deb.5)

তৃণমূল এবং বিজেপির উদ্দেশ্যে একসাথে আক্রমণ করেছেন সিপিএম নেতা রবিন দেব এবং কংগ্রেস নেতা অধীর চৌধুরী

পয়লা এপ্রিল হয়ে গেল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। এই দফায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সংযুক্ত মোর্চা। তারা দাবি করেছে, এবারে কমিশন পক্ষপাতিত্ব করা শুরু করেছে। আগে থেকে তথ্য দেওয়ার পরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছে বামেরা। সিপিএম নেতা রবীন দেব বললেন, এ রাজ্যের পরিবেশকে কলুষিত করছে। অন্যদিকে এই নির্বাচনের সমস্ত সমস্যার দায় সরাসরি কমিশনের উপরে ফেলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীরের অভিযোগ, কমিশন যখন ১৪৪ ধারা জারি করেছিল তার পরেও কিভাবে রাজ্য এবং কেন্দ্রীয় শাসকদল বারবার তা ভঙ্গ করলো? কার স্বার্থে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই প্রশ্ন তুললেন এই সংযুক্ত মোর্চার সবথেকে জোরালো প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।

আলিমুদ্দিনের বড় কর্তারা বেশ অনেকবার নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় কে ফোন করেছিলেন। তার কাছ থেকে নন্দীগ্রাম এবং বাকি জেলাগুলির পরিস্থিতি জানতে চান তারা। তবে পরিস্থিতি একেবারেই অনুকূল না থাকার কারণে কমিশনে যাবার সিদ্ধান্ত গ্রহণ করে বামেরা। এরপর শরীফ নেতাদের ফোন করে কমিশনে আসতে অনুরোধ করা হয়। রবীন দেব জানিয়েছেন, "সকাল থেকে দু'পক্ষ হিংসার আশ্রয় নিয়ে ভোট লুঠের খেলায় নেমেছিল। বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়েছে কমিশনে কিন্তু, তারা কোনোভাবেই অশান্তি ঠেকাতে আন্তরিক ছিলেন না। বহু জায়গাতে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। তথ্যপ্রমাণ দিয়ে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু, কমিশনের তরফ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি।"