নেতাজি ইন্ডোর থেকে 'পুজোর উপহার' বিলি মুখ্যমন্ত্রীর

রুদ্ররূপ মুখোপাধ্যায়
প্রকাশিত: 25/09/2020   শেষ আপডেট: 25/09/2020 3:12 a.m.
-

পুজো কমিটি, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, হকারদের আর্থিক সাহায্য

নেতাজি ইন্ডোরে হওয়া পুলিশ, প্রশাসন এবং পুজো কমিটিগুলোর মিটিংয়ে আজ একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়া থেকে একাদশী পর্যন্ত প্রতিমা দর্শন থেকে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে না পারা সবটাই বলে দিলেন মমতা। একই সাথে এইবার হবে না কার্নিভালও।

এইসব ঘোষণার পাশাপাশি পুজো কমিটি গুলোকে ৫০০০০ টাকা আর্থিক সাহায্যের কথা জানালেন তিনি। সাথে পুজোয় হওয়া বিদ্যুতের খরচে ৫০% ছাড় এবং দমকল ও পৌরসভাকে পারমিশন স্বরূপ কোনো টাকা দিতে হবে না সেটাও জানালেন তিনি। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার এবং আশা কর্মীদের মাইনে ১০০০ টাকা করে বাড়ানোর ঘোষণা করেন তিনি। নতুন মাইনে কার্যকর হবে ১ অক্টোবর থেকেই।

মুখ্যমন্ত্রীর কাছে ব্রাত্য নন হকাররা। করোনা পরিস্থিতিতে সবথেকে বেশি ক্ষতি তাদেরই। তাই প্রায় ৮৫০০০ হকারকে 'পুজোর উপহার' স্বরূপ এককালীন ২০০০ টাকা করে দিতে চলেছে সরকার। এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মীরা এইবার থেকে অবসরের সময় এককালীন ৩ লক্ষ টাকা করে পাবেন বলে এইদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও এই সবটাই ভোটব্যাঙ্ক বাড়ানোর কৌশল বলে দাবী করছেন বিরোধীরা।