প্রথম ডোজের টিকাই নেই! ঝাড়গ্রাম হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/04/2021   শেষ আপডেট: 23/04/2021 4:34 a.m.
-

ঝাড়গ্রাম হাসপাতালে বর্তমানে করোনা ভাইরাসের প্রথম ডোজের কোন টিকাই নেই।

সারা দেশে বর্তমানে করোনা ভাইরাসের টিকার অভাব দেখা দিয়েছে। আর এবারে ঝাড়গ্রাম হাসপাতালে দেখা গেল এই করোনা ভাইরাসের টিকা না পাওয়ার কারণে বিক্ষোভ। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, যারা এসেছিলেন করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নেওয়ার জন্য, তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ। কারণ প্রথম ডোজের ভ্যাকসিন সেই হাসপাতলে নেই। বুধবার প্রথম টিকাকরন করার জন্য হাসপাতালে নাম নথিভুক্ত করতে এসেছিলেন সেই এলাকার বহু বাসিন্দা। হাসপাতাল জানিয়েছিল, ২২ এপ্রিল সকাল থেকেই করোনা টিকার জন্য নাম নথিভুক্ত করতে হবে। সেইমতো সকাল থেকেই দীর্ঘ লাইন পড়ে গিয়েছিল হাসপাতালের সামনে। কিন্তু অভিযোগ, দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থাকার পরেও তারা কেউ করোনা ভাইরাসের টিকা পাননি। বরং হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, যে টিকা দেওয়া হবে সেটা দ্বিতীয় ডোজের টিকা। আর এই ঘোষণার পরেই সমস্যা শুরু হয় ঝাড়গ্রাম হাসপাতালে।

সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুললেন, 'টিকার যদি ঘাটতি থাকে তাহলে বুধবার হাসপাতালের তরফ থেকে নাম নথিভুক্তকরণ এর কথা বলা হলো কেন?" যদিও এই বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে ঝাড়গ্রাম হাসপাতাল। এই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বললেন, "প্রতিটি টিকা কেন্দ্র চালু রয়েছে তবে শুধুমাত্র দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব হচ্ছে।"