PubG খেলতে না পেরে আত্মঘাতী নদিয়ার আইটিআই ছাত্র

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/09/2020   শেষ আপডেট: 07/09/2020 1:26 a.m.

PubG খেলা যাচ্ছে না আর, মানসিক অশান্তিতে আত্মহত্যার পথ বেছে নিলো প্রাক্তন সেনার ছেলে

মোবাইল গেমস যে কি ভয়ঙ্কর নেশার বিষয় সেটা প্রমাণ হয়ে গেল আবারও। আগেও আমরা দেখেছি গেম খেলতে খেলতে রাস্তা পেরোতে গিয়ে প্রাণ গেছে অনেক যুবকের। কখনও বেশি গেম খেলার জন্য বাড়ি থেকে ফোন কেড়ে নেওয়ায় আত্মহত্যা করেছে কেউ।

গত শুক্রবার সকালে চাকদহের বাসিন্দা ২১ বছর বয়সী প্রীতম হালদার PubG খেলতে না পারায় আত্মহত্যা করেছে বলে জানালো পুলিশ। আজ পুলিশ জানায় প্রীতমকে ঘরে ঝুলন্ত অবস্থায় পেয়ে পুলিশে খবর দেয় বাড়ির লোক। পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রীতমের মার থেকে জানতে পারে সকালের খাবার খেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ছেলে। পরে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে গিয়ে সারা না পেয়ে দরজা ভেঙে দেখা যায় প্রীতম ঝুলন্ত। তিনি পুলিশকে আরও জানান PubG ভারতে ব্যান হয়ে যাওয়ার পর থেকেই অদ্ভুত আচরণ করছিল প্রীতম। কলেজ বন্ধ থাকায় ওটা একটা ভালো থাকার হাতিয়ার হয়ে গিয়েছিল ওর কাছে। তাই বলে মৃত্যুর পথ বেছে নেবে বলে অনুমান করেনি কেউ।

প্রসঙ্গত উল্লেখ্য ২ সেপ্টেম্বর বুধবার PubG সহ অনেক অ্যাপ ভারতে নিষিদ্ধ ঘোষণা করে সরকার।