২৪ ঘন্টার মধ্যেই ব্যাংক একাউন্টে ঢুকবে ১ লাখ, হাসপাতালে ভর্তি হলেই মিলবে অগ্রিম

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/06/2021   শেষ আপডেট: 04/06/2021 8:17 a.m.

প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এই ঘোষণা করেছে তাদের কর্মীদের জন্য

করোনা পরিস্থিতি এবং হাসপাতালের হাঁসফাঁস করা খরচের চাপে পড়ে একেবারে প্রাণ ওষ্ঠাগত সকলের। অসুস্থ হলে কি হবে, এই চিন্তায় এখন সকলেই। তার মধ্যেই এবারে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন একটি নতুন মুশকিল আসান নিয়ে হাজির। তারা জানিয়ে দিয়েছে এবারে যেকোনো সংকট জনক রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হলেই কর্মচারীর অ্যাকাউন্টে অগ্রিম পাঠিয়ে দেবে পিএফ কর্তৃপক্ষ। কোনো নথি ছাড়াও যদি আপনি আবেদন জানান তাহলেও এই পদ্ধতিটি কাজ করবে। এক লক্ষ টাকা পর্যন্ত এই চিকিৎসার খরচ দেওয়া হবে। কিন্তু দরকার পড়লে আরো বেশি টাকা দেওয়া যেতেই পারে বলে জানিয়েছে প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু এই অগ্রিম গ্রাহককে ফেরত দিতে হয়না, তাই এটাকে ঋণ হিসেবে গ্রহণ করা হবেনা। সাথেই তারা জানিয়ে দিয়েছে যদি কর্মচারীর বাড়ির লোকেরা অগ্রিম টাকার জন্য আবেদন জানান তাহলেও এই টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। তার পাশাপশি, হাসপাতালের বিল সম্পর্কে কোনো আন্দাজ দেওয়ার কোন কথা নির্দেশিকায় বলা নেই। দরকার পড়লে, যেদিন আবেদন হবে, ঠিক সেদিনই কর্মীর একাউন্টে টাকা জমা করবে পিএফ দপ্তর। যদি সেই টাকা প্রয়োজন থাকে তাহলে সরাসরি হাসপাতালের একাউন্টে টাকা দেওয়া হবে। তবে তারা জানিয়েছে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে কর্মীকে বিল জমা দিতে হতে পারে।