মহুয়া মৈত্রের মন্তব্যের প্রতিবাদে মিছিল নদিয়ায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/12/2020   শেষ আপডেট: 11/12/2020 4 a.m.
twitter

“দু পয়সার সাংবাদিক”— বিতর্কের জেরে ইতিমধ্যেই মহুয়াকে বয়কট অনেক সংবাদ সংস্থার

রবিবার দলীয় সভামঞ্চে মেজাজ হারিয়ে সাংবাদিকদের উপর ক্ষোভ উগড়ে দেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। “এই দু পয়সার প্রেসকে ভিতরে আসতে দিয়েছে?”— এই মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। পরে টুইটারে “কুরুচিকর” মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও, তিনি যে কোনো ভুল কথা বলেননি সেটা প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েন সাংসদ। ২ পয়সার একটি ছবি দিয়ে মহুয়া ‘মিম’ রচনায় নিজের দক্ষতার দাবি করেন। বিতর্ক আরও তীব্র হয়। একটি সংবাদপত্র, একাধিক চ্যানেল, একাধিক নিউজ পোর্টাল ইতিমধ্যেই বয়কট করেছেন এই সাংসদকে।

কিন্তু বৃহস্পতিবার নদিয়া তৃণমূল সভানেত্রী মহুয়া মৈত্রের বিরুদ্ধে মিছিল করলেন নদিয়া জেলার সাংবাদিকরা। দু’টি প্রেস ক্লাব এবং সংবাদ কর্মীদের দু’টি সংগঠনের ডাকা এই মিছিলে যোগ দিয়েছিলেন বিভিন্ন সংবাদপত্র, টিভি চ্যানেল, নিউজ় পোর্টালের কর্মীরা। একইসাথে যোগ দেন নদিয়া জেলা পত্রপত্রিকা পরিষদের সদস্যেরাও। কৃষ্ণনগর মোড় থেকে এই মিছিল শুরু হয়ে জেলাশাসকের অফিসে পৌঁছোয়। সেখানে একটি স্মারকলিপি জমা দিয়ে মিছিলকারীদের পক্ষে জানানো হয়, অবিলম্বে মহুয়া মৈত্র ক্ষমা না চাইলে তাঁরা নিজেদের মতো পদক্ষেপ গ্রহণ করবেন।