টিকাকরণকে কেন্দ্র করে উত্তপ্ত পাঁচলা, লাঠি, বন্দুক উঁচিয়ে চললো বচসা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/06/2021   শেষ আপডেট: 04/06/2021 7:10 a.m.
তৃণমূল-বিজেপি

টিকা পাওয়াকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে চরমে দ্বন্দ্ব

করোনার টিকাকরনকে কেন্দ্র করে এবার হাওড়ার পাচ্লা বিধানসভায় তুমুল ধুন্ধুমার পরিস্থিতি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়ার সময় শাসক দল তৃণমূল কংগ্রেস স্বজন পোষণ করেছেন। তার প্রতিবাদ করায় বন্দুক নিয়ে তেড়ে আসেন। রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে অভিযোগ আরোপ করা শুরু করেছে।

জানা যাচ্ছে, বিজেপি কর্মীরা যখন স্বাস্থ্য কেন্দ্রে যায় তখন বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের বচসা শুরু হয়। তারপরে, বিজেপি অভিযোগ করছে তৃণমূল কর্মীরা তাদের উপরে লাঠি এবং বাঁশ নিয়ে চড়াও হয়। শুধু তাই নয় তাদেরকে পিস্তল উঁচিয়ে তাড়া করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগতবল্লভপুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার পরে সেখানে আবারো একবার টিকাকরণ শুরু হয়।