ভোটের ফলে ধরাশয়ী বিজেপি, চ্যালেঞ্জ জিতলেন পিকে, তবে সরে যেতে চান রাজনীতি থেকে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/05/2021   শেষ আপডেট: 02/05/2021 6:08 p.m.
প্রশান্ত কিশোর facebook.com/WestBengal4PK

বিজেপি একুশে বাংলা বিধানসভা নির্বাচনে শেষ পরিসংখ্যান অনুযায়ী ৮৫ আসনে এগিয়ে ছিল

আজ ২ মে রবিবার একুশে বাংলা বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) ভোটগণনা ছিল। সকাল থেকে টানটান উত্তেজনায় গণনা শুরু হলেও শেষ পর্যায়ে এসে এটা স্পষ্ট যে বাংলার মানুষ বাংলার মেয়েকেই আবার চায়। একাধিক আসনে বড় মার্জিনে এগিয়ে তৃণমূল কংগ্রেস (TMC)। আশা করা যায় ২০০ এর বেশি আসন পেতে চলেছে তৃণমূল। এই জয়ের মুহূর্তে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) পুরনো একটি টুইট এর কথা মনে করিয়ে দিয়ে দিয়েছেন যেখানে তিনি জানিয়েছিলেন যে বিজেপি দুই অঙ্কের সংখ্যা পার করতে পারবে না। আজকের নির্বাচনের গণনার পর তাই সত্যি হতে চলেছে। তবে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "চ্যালেঞ্জ জিতলেও আমার বিরতি নেওয়ার সময় হয়েছে। আমি জীবনে অন্য কিছু করতে চাই। ভোটকুশলীর কাজ আর করব না।"

প্রসঙ্গত উল্লেখ্য, প্রশান্ত কিশোর গত ২০২০ সালের ২১ ডিসেম্বর একটি টুইট করে গেরুয়া শিবিরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। তিনি বলেছিলেন, "বিজেপি যদি একুশে বিধানসভা নির্বাচনে দুই অঙ্কের সংখ্যা অতিক্রম করতে পারে অর্থাৎ ১০০ এর বেশি আসন পায়, তাহলে আমি কাজ ছেড়ে দেবো। আই প্যাকও ছেড়ে দেবো। বিজেপি জিতলে পেশা বদলে ফেলবো আমার। আর কোন ভোট প্রচারে আমার মুখ দেখতে পারবেন না আপনারা।" তবে তিনি নিঃসন্দেহে চ্যালেঞ্জ জিতে গেছেন। তবে চ্যালেঞ্জ জিতেও ভোটকুশলীর কাজ থেকে সন্ন্যাস নিতে চান তিনি। অবশ্য তিনি রাজনীতিতে যোগ দেবেন নাকি প্রশ্ন উঠলে তিনি সরাসরি জানিয়েছেন,"আমি ব্যর্থ রাজনীতিক। দেখতে হবে আমি ঠিক কি করতে পারি।"