"মাস্ক না পরলে বাজার নয়", হুঁশিয়ারি পুলিশের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/04/2021   শেষ আপডেট: 20/04/2021 6:52 p.m.

বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিক এমন অভিনব উদ্যোগ নিয়েছে

চলতি বছরের শুরুতে করোনার প্রভাব কমলেও আবারও এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে এখন দেশজুড়ে করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা ২ লাখ ৭৩ হাজারের গণ্ডি স্পর্শ করেছে। অবস্থা শোচনীয় বাংলাতেও। দৈনিক সংক্রমনের কাঁটা ৯ হাজার ছুঁইছুঁই। এই পরিস্থিতি থেকে উদ্ধার হতে ফের সক্রিয় হলো পুলিশ প্রশাসন। কোভিডকে কাবু করার জন্য অভিনব উদ্যোগ নিল বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিক মৈনাক বন্দ্যোপাধ্যায়। তিনি আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার আমতলা এলাকায় একাধিক বাজারে অভিযান চালিয়ে সকলের উদ্দেশ্যে বলেন, "বাজারে আসলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। দোকানদারদের বলছি মাস্ক ছাড়া ক্রেতারা বাজার করতে এলে ওদের জিনিস দেবেন না।"

সকাল থেকেই বিষ্ণুপুর থানার পুলিশের পক্ষ থেকে গোটা এলাকায় মাইকিং করে বলা হয়েছে যে রাস্তায় বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক। আগামী দিনে কাউকে মাস্ক ছাড়া দেখা গেলে তাকে গ্রেফতার করা হবে। কোন দোকানদার মাস্ক না পরে জিনিস বিক্রি করলে তার দোকান বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে করোনা সংক্রমণ আটকানোর জন্য কড়া ব্যবস্থা নিচ্ছে রেল। কোন স্টেশনে প্রবেশ করতে গেলে মাস্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ছাড়া ট্রেন বা স্টেশনে মাস্ক ছাড়া ধরা পরলে ৫০০ টাকা করে জরিমানা করা হচ্ছে।