আলুর দাম আকাশছোঁয়া

শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: 09/11/2020   শেষ আপডেট: 09/11/2020 2:48 p.m.

পুলিশি পাহারায় বিক্রির ব্যবস্থা হল সিউড়িতে

এতদিন খুব সাধারণ মানের খাওয়া বোঝাতে ‘আলুসিদ্ধ–ভাত’ লব্জটি চালু ছিল৷ আলুর আকাশছোঁয়া দামে এখন সে কথা ভুলতে বসেছে রাজ্যের মানুষ৷ বাজারে কোথাও ৪০ টাকা, কোথাও ৪২ টাকা দরে বিক্রি হচ্ছে আলু৷ মাথায় হাত পড়েছে মানুষের৷

রাজ্যবাসীকে একটু সুরাহা দিতে অনেক জায়গাতেই সরকারি ‘সুফল বাংলা’ স্টলে ২৫ টাকা কিলো দরে আলু বিক্রির ব্যবস্থা হয়েছে৷ কিন্তু তা কিনতে এত ভিড় যে সামলাতে পুলিশের সাহায্য নিতে হচ্ছে৷ শনিবার এমনই ঘটল বীরভূমের সিউড়িতে৷ সেখানে পুলিশি পাহারায় ক্রেতাপিছু ৩ কিলো করে আলু বিক্রি করা হয়৷ প্রচুর চাহিদা থাকায় ৭০০ কিলো আলু শেষ হয়ে যায় বেলা ১২টার মধ্যেই৷

সিউড়িতে ডিআরডিসি হল চত্বরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও আলুর দোকান খুলেছিলেন জেলা প্রশাসনের উদ্যোগে৷ সেখানেও ২৫ টাকা কিলো দরে আলু কিনতে বিপুল ভিড় হয়৷