রাস্তা জুড়ে চাপ চাপ তাজা রক্ত, খুন নাকি অন্য কিছু, নেপথ্যের কারণ ঘিরে তীব্র চাপানউতোর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/07/2022   শেষ আপডেট: 21/07/2022 9:42 a.m.
খুন

সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে রোমহর্ষক ঘটনা, ঘাটালের দাসপুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য

এলাকা জুড়ে চাপ চাপ রক্তের দাগ। তাজা রক্ত ছড়িয়ে এখানে ওখানে। বাজার-সহ গলি জুড়ে রক্তের ধারা। কারণ ঘিরে ধোঁয়াশা। মানুষের চোখে-মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকা জুড়ে ছড়াল চাঞ্চল্য।

বৃহস্পতিবার সবে সকাল হয়েছে। এলাকার লোকজন প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। ততক্ষণে এলাকায় দোকানপাট খুলে গিয়ে শুরু হয়ে গিয়েছে ব্যস্ততা। এরমধ্যেই রাস্তার উপর চাপ চাপ রক্তের দাগ দেখে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। অনেকেই প্রথমে ভেবেছিলেন কোন কুকুর কিংবা বিড়ালের রক্ত। কেউ মেরে দিয়ে হয়তো টেনে নিয়ে গেছে। কিন্তু এত রক্তের দাগ দেখে মানুষের মনে সন্দেহ দানা বাঁধে। খবর যায় দাসপুর থানায়। স্থানীয়দের দাবি, কাউকে খুন করে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এত রক্ত কুকুর কিংবা বিড়ালের হতে পারে না।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তাঁরা প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রথম এই দৃশ্য দেখতে পান। ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার গৌড়া সিনেমাতলা স্টপেজ থেকে পুরোনো সিনেমা হল পর্যন্ত প্রায় ৭০০ ফুটেরও বেশি এলাকাজুড়ে রক্ত পড়ে রয়েছে বলে জানান তাঁরা। শুধু তাই নয়, প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার পাশের এক নবনির্মিত ভবনের মধ্যেও দেখা গিয়েছে রক্তের দাগ। এত রক্ত দেখে এলাকায় ছড়িয়েছে তীব্র চাপানউতোর।

এমনিতেই তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই ঘিরে এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্য ছিলই। তার মধ্যে এমন রোমহর্ষক ঘটনায় তৈরি হয়েছে আরও উদ্বেগ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করেছে। তবে গোটা এলাকা তন্ন তন্ন করে খুঁজেও কোন দেহ উদ্ধার হয়নি। তাহলে এত রক্ত কোথা থেকে এল তাই নিয়ে তৈরি হয়েছে ধন্ধ। এলাকার মানুষের অভিমত, রাতেই এলাকায় কোন নারকীয় খুনের ঘটনা ঘটেছে। সঠিক তদন্ত হলে সমস্ত কিছু বেরিয়ে আসবে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।