কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীকে ‘হাফ প্যান্ট মন্ত্রী’ বলে কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/01/2021   শেষ আপডেট: 11/01/2021 5:50 a.m.
www.facebook.com/RabindraNathGhoshMla/

ওর নাম প্রহ্লাদ না হয়ে কংস হতে পারতো— রবীন্দ্রনাথ ঘোষ

উত্তরবঙ্গ সফরে এসে কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল বলেছিলেন, “এখানে চিকিৎসার যা অবস্থা এর থেকে পশু হাসপাতালে ভালো চিকিৎসা হয়।” এই কথাকে সূত্র করেই রবিবার এই কেন্দ্রীয় মন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ১০ বছরের নির্যাতিতা আদিবাসী নাবালিকাকে দেখতে গিয়ে এই মন্তব্য করেছিলেন প্রহ্লাদ। রবিবার সন্ধ্যায় ধূপগুড়িতে আসেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সেখানে তিনি বলেন, “উনি তো হাফ প্যান্ট মন্ত্রী। কিছুই জানেন না পর্যটনের বিষয়ে। ওঁর কথায় গুরুত্ব দেওয়ার কিছুই নেই। কিছুই জানেন না উনি। এই রাজ্যে চিকিৎসা ব্যবস্থার যে কি বিপুল উন্নতি হয়েছে সে বিষয়ে উনি ন্যুনতম অবগত নন। এখন পার্শ্ববর্তী রাজ্য থেকে এখানে চিকিৎসা করতে আসেন সাধারণ মানুষ। আর উনি তো পর্যটন মন্ত্রী। উত্তরবঙ্গের পর্যটন শিল্প বিষয়ে নিশ্চই অবগত। তবুও গত ৭ বছরে উত্তরবঙ্গ পর্যটন খাতে একটাও টাকা দেয়নি কেন্দ্র। ওঁর নাম প্রহ্লাদ না হয়ে কংশ হওয়া উচিত ছিলো।”