নভেম্বরে মিলবে না কেন্দ্রের বরাদ্দ রেশন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/10/2020   শেষ আপডেট: 27/10/2020 3:54 a.m.

রেশন নিয়ে কেন্দ্র–রাজ্য দ্বন্দ্ব

করোনা পরিস্থিতিতে গোটা দেশের মতো এ রাজ্যেও বহু মানুষের একমাত্র ভরসা রেশনের চাল–গম৷ কিন্তু আগামী মাসে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ রেশন দেবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকারকে৷ অভিযোগ, রাজ্য সরকার কেন্দ্রের অন্ন বিতরণ পোর্টালে প্রয়োজনীয় তথ্য দেয়নি৷

লকডাউন ঘোষণার পর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে রেশন দেওয়া শুরু হয়৷ কেন্দ্রীয় সরকার জানায়, নভেম্বর পর্যন্ত পাওয়া যাবে রেশন৷ রাজ্য সরকারও জানায়, আগামী জুন পর্যন্ত রেশন দেওয়া হবে৷ এই অবস্থায়, ২৩ সেপ্ঢেম্বর পর্যন্ত রাজ্য দরকারি তথ্য সরবরাহ না করায় কেন্দ্রের এমন সিদ্ধান্ত৷

এমনিতেই রেশনে দেওয়া চাল–গমের মান ও পরিমাণ নিয়ে অভিযোগের শেষ নেই৷ উঠেছে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ৷ তারই মধ্যে কেন্দ্রের এই ঘোষণা নতুন করে সমস্যা সৃষ্টি করল৷