সুপ্রিম কোর্টের রায়ে নিম্নচাপ কাটল গেরুয়া শিবিরে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/12/2020   শেষ আপডেট: 18/12/2020 6:43 p.m.
-facebook

মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় সহ পাঁচ বিজেপি নেতাকে গ্রেপ্তার করা যাবেনা বলে নির্দেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী গ্রেপ্তার করা হবেনা মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় সহ পাঁচ বিজেপি নেতাকে। এ রাজ্যের বিভিন্ন থানায় প্রায় ১০০টির মতো মামলা দায়ের করা হয়েছিল এই পাঁচজনের বিরুদ্ধে। এই মামলাগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপি প্রথমে হাইকোর্টে গেছিল। হাইকোর্টে এই সমস্যার সুরাহা না হওয়ায় সুপ্রিম কোর্টে যায় গেরুয়া শিবির। সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্ট আজ গ্রেফতার করা যাবেনা বলে জানিয়ে দেয়।

মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়,অর্জুন সিং, পবন সিং, সৌরভ সিং এই পাঁচ বিজেপি নেতার বিরুদ্ধে একশটির মতো মামলা বিচারাধীন আছে। বেশ কিছু মামলা আবার জামিন অযোগ্য। বিজেপির দাবি ছিল, রাজনৈতিক প্রতিহিংসার জন্যেই মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাঁদের। তারপরেই তার সুপ্রিম কোর্টে যায়। আজ বিচারপতি কিষাণ কলের বেঞ্চে এই মামলার শুনানি হয়। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে এই মামলার ভিত্তিতে ইস্যু করতে বলা হয়েছে। এই মামলাগুলি নিয়ে রাজ্যের কী অভিমত তা জানতে চাওয়া হয়েছে সেই নোটিশে। এই মামলার পরবর্তী শুনানি হবে দুসপ্তাহ পরে।