অনুব্রতর গড়ে বিজেপি ছেড়ে তৃণমূলের আশ্রয়ে প্রায় তিন হাজার নেতাকর্মী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/07/2021   শেষ আপডেট: 17/07/2021 9:37 a.m.
অনুব্রত মণ্ডল twitter @ians_india

যারা প্ররোচনায় পা দিয়ে বিজেপিতে যান, তারা ভুল বুঝে ফিরে আসেন : অনুব্রত মন্ডল

রাজ্য বিজেপি শিবিরে বড়সড় ভাঙন। ফের একবার গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলের ছত্রছায়ায় এলেন বেশ কিছু নেতাকর্মী। অনুব্রত মন্ডলের এলাকায় গতদিন প্রায় তিন হাজার নেতাকর্মী বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা তুলে নেন। বোলপুরের তৃণমূল কার্যালয়ে স্বয়ং উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল। তিনি নিজেই দলীয় পতাকা সবার হাতে তুলে দেন।

বোলপুর ব্লকের বাহির পাঁচশোয়া ও সিয়ান মুলক অঞ্চলে ওই তৃণমূলে যোগদানকারী নেতাকর্মীদের তারিফ করে তিঁনি বলেন, "বিধানসভা নির্বাচনের সময়ে প্ররোচনায় পা দিয়ে প্রচুর মানুষ বিজেপি-তে যোগ দিয়েছিলেন। তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে শাসকদল তৃণমূল কংগ্রেসে শামিল হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যে ভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়নের শরিক হতেই এই যোগদান।"

অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই যোগদান পর্বে কেবল বিজেপি-ই নয়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি সিপিআইএমের অন্যতম বড় নেতা মনসা হাঁসদার ছেলে বুদ্ধদেব হাঁসদাও যোগ দেন। তাকে জেলা কমিটির একটি গুরুত্বপূর্ণ পদে বসানো হবে বলে ঘোষণা করেন অনুব্রত মন্ডল।