আগামীকালের বাংলা সফর বাতিল নরেন্দ্র মোদির, টুইট করে জানালেন নিজেই

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/04/2021   শেষ আপডেট: 22/04/2021 7:14 p.m.
-

দেশের করোনা পরিস্থিতি নিয়ে আগামীকাল উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী

ভোট আবহে বাংলায় ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি। প্রায় প্রতিদিন রাজ্যে ১০ হাজারের বেশি মানুষের করোনার সংক্রমণ হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহার। গত ২৪ ঘন্টায় করোনার কারণে মৃত্যু হয়েছে ৫৮ জনের। এই পরিস্থিতিতে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৪ টি জনসমাবেশ করার কথা ছিল। কিন্তু আজ বিকেল সাড়ে ৫ টা নাগাদ প্রধানমন্ত্রী নিজেই ট্যুইট করে জানিয়েছেন যে গোটা দেশের ভয়াবহ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগামীকাল একটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে। সেই বৈঠকের জন্য তার বাংলা সফর বাতিল হয়েছে। তিনি টুইটে লিখেছেন, "করোনার জন্য আগামীকাল একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হবে। সেই জন্য কালকের বাংলা সফর বাতিল করতে হচ্ছে।"

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে রীতিমতো অসহায় হয়ে পড়েছে ভারতবাসী। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ৩ লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছে। বিভিন্ন রাজ্যে করোনা রোগীর জন্য বেড পাওয়া যাচ্ছে না। এমনকি প্রত্যেকটি রাজ্য পর্যাপ্ত অক্সিজেনের যোগান দেওয়া যাচ্ছে না। অনেক রাজ্যে সম্পূর্ণ লকডাউন করার পরিস্থিতি চলে এসেছে। ভ্যাকসিনের সংকট দেখা গেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কিছুদিন আগেই ভাষণ দিয়ে বলেছিলেন, "সকলে যেন এই পরিস্থিতিতে সতর্ক হয়ে চলেন। এই মুহূর্তে লকডাউন করার কোন পরিকল্পনা নেই কেন্দ্রের।" তবে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাই আগামীকাল প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠকে করোনার বিরুদ্ধে ভারতের মোকাবেলা করার যুদ্ধনীতি স্থির করবেন।