"প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে থাকেন না কেন?", মমতাকে প্রশ্ন নাড্ডার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/04/2021   শেষ আপডেট: 28/04/2021 1:29 p.m.
জেপি নাড্ডা - মমতা বন্দ্যোপাধ্যায়

গেরুয়া শিবিরের প্রচারের জন্য আজ একটি ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

করোনা আবহে বাংলায় চলছে একুশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ছয় দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আর দুই দফা নির্বাচন। করোনার বাড়বাড়ন্তের মাঝে ভার্চুয়াল সভা হচ্ছে বাংলায়। গেরুয়া শিবিরের প্রচারের জন্য আজ একটি ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করে একাধারে তৃণমূল কংগ্রেস এবং মমতাকে কটাক্ষ করে মমতার বিভিন্ন অভিযোগের সদুত্তর জবাব দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন ধরেই দেশের করোনা পরিস্থিতির জন্য কেন্দ্র সরকারকে দায়ী করছেন। আজ তারই প্রতিবাদ করেছেন জেপি নাড্ডা।

জেপি নাড্ডা আজ ভার্চুয়াল সভায় উপস্থিত থাকে মমতাকে কটাক্ষ করে বলেছেন, "উনি বলেন আমরা নাকি করোনা পরিস্থিতি সামলাতে পারছি না। তাহলে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে তিনি থাকেন না কেন? উনি কি করোনা নিয়ে আদেও চিন্তিত? আপনার অহংকার কি আপনাকে আটকে দিচ্ছে? প্রধানমন্ত্রী এবং বঙ্গবাসীর মধ্যে দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে মমতার ঔদ্ধত্য।" আসলে, গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০ টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত রাজ্য নিয়ে করোনা মোকাবিলায় সংক্রান্ত একটি বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ইস্যুকেই হাতিয়ার করেছে বিজেপি। তবে তৃণমূলের দাবি, মমতাকে ওই বৈঠকে ডাকা হয়নি। তাই তিনি উপস্থিত হননি।