দুয়ারে চাল-ডাল-মুড়ি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী, নয়া ভাবনা নবান্নের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/01/2022   শেষ আপডেট: 04/01/2022 5:05 p.m.
নবান্ন - নিজস্ব চিত্র

পুলিশের মাধ্যমে বিনামূল্যে বাড়ি বাড়ি সরবরাহ করা হবে এই সামগ্রী

রাজ্যের কোভিড (COVID 19) গ্রাফ ঊর্ধ্বমুখী। সংক্রমণ রুখতে বেড়েই চলেছে কন্টেনমেন্ট জোনের সংখ্যা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। উদ্বেগে চিকিৎসকমহল। রাজ্যে কোভিড সংক্রমণের বাড়বাড়ন্ত দেখেই সোমবার থেকে একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু ঘোষণা করা হয়েছে। তবে এই পরিস্থিতিতে আবারও নজির গড়ল নবান্ন (Nabanna)। এবার দুস্থ কোভিড রোগীদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ভাবনা নবান্নের।

এদিন এক বিবৃতিতে নবান্নের তরফে জানানো হয়েছে, "গত বছরের শেষের দিক থেকেই রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা। বহু মানুষই আক্রান্ত হয়েছেন। উপসর্গ বেশি না থাকায় অনেকেই বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। তাই অনেকের আয় বন্ধ। এই পরিস্থিতিতে চাল, ডাল, মুড়ি, বিস্কুট, নিত্য প্রয়োজনীয় সামগ্রী দুস্থ কোভিড রোগীদের বাড়ি বাড়ি সরবরাহ করা হবে। জেলাশাসকরা প্রয়োজনীয় পদক্ষেপ নিন। পুলিশের মাধ্যমে বাড়ি বাড়ি সরবরাহ করা হবে।”

নবান্নের এই নয়া সিদ্ধান্তে বহু মানুষ যে উপকৃত হবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।