করোনা আবহে দার্জিলিং ভ্রমণে কড়াকড়ি, পাহাড়ে পর্যটন নিয়ে নয়া নির্দেশিকা জারি নবান্নের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/07/2021   শেষ আপডেট: 14/07/2021 5:23 p.m.

দার্জিলিং ভ্রমণ করতে করোনা নেগেটিভ রিপোর্ট বা সম্পূর্ণ টিকাকরণের সার্টিফিকেট বাধ্যতামূলক

করোনা (Corona) সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কিছুটা কমতেই দেশজুড়ে পর্যটন এলাকাগুলিতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পর্যটনস্থল দার্জিলিং(Darjeeling), কালিম্পং ইত্যাদি জায়গায় জনস্রোত ধরা পড়েছে বারংবার। তবে এই অনিয়ন্ত্রিত মেলামেশাতে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন একদল বিশেষজ্ঞ। তাই এবার থেকে দার্জিলিং ভ্রমণের জন্য করোনা নেগেটিভ রিপোর্ট অথবা টিকাকরণ সম্পন্ন হওয়া সার্টিফিকেট আবশ্যিক করে দেওয়া হয়েছে। ভিন রাজ্যের পর্যটকদের জন্য এমনই নির্দেশিকা জারি করেছে নবান্ন। প্রথমে দীঘা, শংকরপুর পূর্ব মেদিনীপুরের সৈকত শহরগুলিতে ভ্রমণের ক্ষেত্রে করোনা টেস্ট রিপোর্ট বা টিকাকরণ সম্পূর্ণ হওয়ার সার্টিফিকেট আবশিক করা হয়েছিল। এবার শৈলশহর দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভ্রমণের জন্য একই নিয়ম জারি করা হল। ইতিমধ্যেই নবান্ন তরফে দার্জিলিং জেলাশাসককে সমস্ত হোটেলে করোনা রিপোর্ট বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। .

অন্যদিকে করোনার তৃতীয় ঢেউ আবহে ফের একাধিক রাজ্য, কেন্দ্রের টিকা সরবরাহ নীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। টিকার আকাল প্রসঙ্গে অভিযোগ জানিয়েছে কমপক্ষে তিনটি রাজ্য। তবে কেন্দ্র টিকার আকাল তত্ত্ব উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য ট্যুইট করে জানিয়েছেন, "জুন মাসে রাজ্যগুলিকে ১১৪.৬ মিলিয়ন টিকার ডোজ পাঠানো হয়েছিল। আর জুলাই মাসে সেই সংখ্যা বাড়িয়ে ১৩৫ মিলিয়ন করে দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যগুলিকে আগে থাকতেই তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে যে কোন মাসে কোন কিস্তিতে কত টিকা পাঠানো হবে।" তবে পাল্টা দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন, "রোজ ৩ লাখ থেকে ৪ লাখ টিকা দেওয়ার সামর্থ্য রয়েছে। সোমবার রাত পর্যন্ত আমাদের সাথে শুধুমাত্র ১.৫ লাখ টিকা অবশিষ্ট ছিল। বুধবার পর্যন্ত এই টিকা আমরা কোনভাবে চালাতে পারব। এবার টীকার অভাবে টিকাকরণ বন্ধ করে দিতে বাধ্য হব।" তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দাবি করেছেন, "এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে সবার টিকাকরণ করতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।"