অবশেষে স্বস্তি, ওমিক্রন আক্রান্ত মুর্শিদাবাদের শিশুর রিপোর্ট 'নেগেটিভ'

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/12/2021   শেষ আপডেট: 16/12/2021 7:30 p.m.
করোনা অমিক্রণ স্ট্রেন Unsplash.com

আজই মালদহ মেডিক্যাল কলেজ থেকে তাঁদের বাড়িতে ফেরত পাঠানো হবে বলেই খবর

অবশেষে স্বস্তি। ওমিক্রন (Omicron) আক্রান্ত মুর্শিদাবাদের শিশুর নমুনা পরীক্ষার রিপোর্ট 'নেগেটিভ'। খুশির ছায়া মালদহ মেডিক্যাল কলেজে (Maldah Medical College)। পরিবারের বাকি সদস্যদের কোভিড-১৯ (COVID-19) রিপোর্টও 'নেগেটিভ’। সকলেই সুস্থ রয়েছেন। আজই মালদহ মেডিক্যাল কলেজ থেকে তাঁদের বাড়িতে ফেরত পাঠানো হবে বলেই খবর।

উল্লেখ্য, আবু ধাবি থেকে বিমানে চেপে দেশে ফিরেছিল ওই পরিবার। তার পর বুধবার জানা যায়, শিশুটি ওমিক্রন আক্রান্ত। তবে একদিন না কাটতেই বৃহস্পতিবার মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক জানান, প্রত্যেকেরই নমুনা পরীক্ষার ফল নেগেটিভ হয়েছে। আপাতত ওই শিশু-সহ পরিবারের সকলেই মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছে। প্রশাসনের নির্দেশ পেলে মালদহ মেডিক্যাল কলেজ থেকে তাদের বাড়ি ফেরত পাঠানো হবে।