মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে সফল জটিল অস্ত্রোপচার

শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: 03/12/2020   শেষ আপডেট: 03/12/2020 2:50 p.m.

প্রাণ বাঁচল কিশোরীর

বিরাট সাফল্যের দাবিদার এখন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা৷ সোমবার পাঁচজন সার্জেন ও অ্যানাস্থেসিস্টের একটি দল জটিল অস্ত্রোপচার করে প্রাণ বাঁচালেন এক কিশোরীর৷ ওখানে এই প্রথমবার হল ওই বিশেষ অপারেশন৷

ভগবানগোলার কালীনগরের বাসিন্দা শোভা খাতুনের হাড়ে টিউমার হয়েছিল৷ অনেক চিকিৎসাতেও সুস্থ না হওয়ায় মাস দুয়েক আগে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভরতি করা হয় তাকে৷ ধরা পড়ে হাড়ের ওই টিউমার ক্যান্সারে পরিণত হয়ে ছড়িয়ে পড়েছে বেশ কিছুটা জায়গায়৷

সোমবার পাঁচ চিকিৎসকের দলটি ৬ ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে অস্ত্রোপচার করেন কিশোরীর৷ আক্রান্ত হাড় বাদ দিয়ে সেখানে প্লেট বসানো হয়৷

জানা গেছে, দু’লাখ টাকা দামের ওই প্লেট বসানো হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে৷ শোভা এখন সুস্থ৷ হাসি ফুটেছে পরিজনের মুখে৷