ক্যানিংয়ে চালু হতে চলেছে ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/12/2020   শেষ আপডেট: 23/12/2020 6:20 a.m.

খুশি সুন্দরবনের মানুষ

সুন্দরবন এলাকায় স্বাস্থ্য পরিষেবার হাল বিশেষ ভাল নয়৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের একমাত্র ভরসা ক্যানিং মহকুমা হাসপাতাল৷ সেখানেই এবার চালু হতে চলেছে প্রসূতি মা ও সদ্যোজাত শিশুদের চিকিৎসা কেন্দ্র ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’৷ ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডলের আশা– ২০২১–এর ফেব্রুয়ারিতেই হয়ত চালু করে দেওয়া যাবে কেন্দ্রটি৷

প্রসূতি মা ও শিশুদের সমস্যা দূর করতে ২০১৪ সালে মুখ্যমন্ত্রীর কাছে এই হাব তৈরির প্রস্তাব দিয়েছিলেন বিধায়ক৷ তখন তা গৃহীত হয়নি৷ পরে ২০১৭ সালে প্রস্তাবটি মঞ্জুর হয়৷ ওই বছরই ৩০ নভেম্বর গোসাবায় এক অনুষ্ঠানে এসে ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’–এর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী৷ বরাদ্দ হয় ২১ কোটি টাকা৷ শুরু হয় কাজ৷ ২৪২ শয্যার পাঁচতলা ভবন তৈরি আপাতত শেষ৷ চলছে বিদ্যুৎ ও পানীয় জল সংযোগের কাজ৷ প্রয়োজনীয় আসবাব ও চিকিৎসার যন্ত্রপাতির তালিকা পাঠানো হয়েছে স্বাস্থ্যভবনে৷ হাবে বিদ্যুৎ পরিষেবা দিতে পাশেই হবে সাবস্টেশন৷ বিধায়ক জানিয়েছেন, সেটির কাজও দ্রুত শুরু হবে৷

সরকারের এই উদ্যোগে খুশি সুন্দরবনবাসী৷ প্রসূতি মা ও শিশুদের জটিল চিকিৎসার প্রয়োজন হলে এতদিন কলকাতায় ছুটতে হতো৷ পথেই ঝরে যেত কত জীবন৷ এবার সে সমস্যা দূর হবে বলে আশা তাঁদের৷