বাংলায় এককভাবেই লড়বে ওয়েইসিরা! সহসাই সাত আসনে প্রার্থী ঘোষণা মিমের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/04/2021   শেষ আপডেট: 07/04/2021 8:29 a.m.
আসাদউদ্দিন ওয়াইসি – এআইএমআইএমের প্রেসিডেন্ট -facebook

সর্বমোট তেরোটি বিধানসভা আসনে প্রার্থী দেবে মিম

বাংলার বিধানসভা নির্বাচন প্রায় মাঝপথে। তিন দফায় ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আগামী ১০ই এপ্রিল চতুর্থ দফায় ভোটগ্রহণ হবে। আর ঠিক গতকালই বাংলার লড়াইয়ের ময়দানে প্রার্থী দাঁড় করাল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)। গতকাল দুপুরে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি-র এস এন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভা করেন মিম প্রধান আসাদউদ্দীন ওয়েইসি। সাত আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন তিঁনি। সর্বমোট তেরোটি বিধানসভা আসনে প্রার্থী দাঁড় করাবেন এবং বাকি ছ'টি আসনে অতি শীঘ্রই প্রার্থীর নাম ঘোষণা হবে বলে মিম সূত্রে খবর। গতকাল সকালেই ৭টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হয় তাদের টুইটার হ্যান্ডেলে। যদিও শুধু মুর্শিদাবাদেই প্রার্থী দেবে মিম এমনটাই শোনা যাচ্ছিল, তবে এই ঘোষণায় দেখা গেল বাংলার নানা প্রান্তেই প্রার্থী দিয়েছে মিম।

একনজরে দেখে নেওয়া যাক কোন কেন্দ্রে কে মিমপ্রার্থী :

উত্তর দিনাজপুর : মোফাক্কেরুল ইসলাম

মালতিপুর (মালদা) : মতিউর রহমান

রতুয়া (মালদা) : সৈদুর রহমান

আসানসোল উত্তর (পশ্চিম বর্ধমান) : দানিশ আজিজ

জলঙ্গি (মুর্শিদাবাদ) : অলসকউত জামান

সাগরদিঘি(মুর্শিদাবাদ) : নুরে মেহেবুব আলম

ভরতপুর(মুর্শিদাবাদ) : সাজ্জাদ হোসেন

গত ৩রা জানুয়ারি ওয়েইসি ফুরফুরা শরীফে গিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকীর সাথে জোটের চেষ্টা করলেও বর্তমানে আব্বাস বাম-কংগ্রেসের সাথে জোটবদ্ধ হওয়ায় বাংলায় এককভাবেই লড়তে হচ্ছে মিমকে।