আইনি পরামর্শ দেওয়ার নামে ধর্ষণের অভিযোগে ধৃত পুলিশ কনস্টেবল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/04/2022   শেষ আপডেট: 09/04/2022 7:14 p.m.
গ্রেফতার ~প্রতীকী ছবি

ধৃতের নাম সঞ্জয় পড়িয়া

যিনি রক্ষক, তিনিই ভক্ষক! আইনি সাহায্য দেওয়ার নামে ধর্ষণ করার অভিযোগ উঠল খোদ পুলিশ আধিকারিকের বিরুদ্ধেই! ঘটনায় উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর। ইতিমধ্যেই খড়্গপুরের বাসিন্দা অভিযুক্ত ওই পুলিশ কনস্টেবলকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সঞ্জয় পড়িয়া। তিনি বর্তমানে আনন্দপুর থানায় কর্মরত। তাঁর বিরুদ্ধেই এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এক মহিলার অভিযোগ, গত ২৪ মার্চ তাঁকে আনন্দপুরের একটি বাড়িতে নিয়ে যান ওই কনস্টেবল। অভিযোগ, এরপর তাঁকে ধর্ষণ করা হয়। পরের দিনই খড়্গপুর গ্রামীণ থানায় লিখিত অভিযোগ জানান ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সঞ্জয়ের বিরুদ্ধে ধর্ষণ-সহ নানা অভিযোগে মামলা রুজু করা হয়।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জয় এবং তাঁর পরিবার। তাঁদের বক্তব্য, ষড়যন্ত্রের শিকার হয়েছেন সঞ্জয়।