ফের নাগরদোলা বিভ্রাট! কলকাতার পর এবার বীরভূম, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত নাগরদোলা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/07/2022   শেষ আপডেট: 05/07/2022 8:18 a.m.
unsplash.com

ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন, হতাহতের কোন খবর নেই

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত একটি নাগরদোলা। কলকাতার পর এবারের ঘটনাটি বীরভূমের। এমন ভয়াবহ ঘটনায় অন্তত ৪-৫ জন আহত হয়েছেন, যদিও হতাহতের কোন খবর নেই। ঘটনার পর এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। আস্ত নাগরদোলা ভেঙে পড়ায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

ঘটনাটি বীরেন লাভপুরের। এই লাভপুরের বীপ্রটিকুড়ি গ্রামে মনসাপুজো উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছিল। প্রতি বছর হয়ে থাকে। মেলায় আনন্দ উপভোগের জন্য নাগরদোলার ব্যবস্থা। তবে সেই নাগরদোলাই যে এমন বড়সড় বিপদের কারণ হয়ে উঠবে কে তা জানত!

ঠিক কী ঘটেছিল এদিন? গতকাল রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আচমকাই নাগরদোলাটি চলন্ত অবস্থায় মাটি থেকে উপড়ে যায়। নরম মাটি আলগা থাকায় এমন বিপত্তি মনে করছেন প্রত্যক্ষদর্শীদের একাংশ। যদিও সেই সময় নাগরদোলার গতিবেগ কম থাকায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। আহতদের স্থানীয় বোলপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।