ভয়াবহ অগ্নিকাণ্ড ধূপগুড়িতে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/12/2020   শেষ আপডেট: 18/12/2020 8:42 a.m.

কাপড়পট্টির ৩৫ টি দোকান ভস্মীভূত

গভীর রাতে বিধ্বংসী অগ্নিকান্ডে ছারখার হয়ে গেল ধূপগুড়ির কাপড় বাজার এলাকার পঁয়ত্রিশটি দোকান। হতাহতের খবর না পাওয়া গেলেও কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর। আগুন নেভাতে এসেও সমস্যায় পড়েন দমকল কর্মীরা।

রাত দুটো নাগাদ এক ব্যক্তি ওই অঞ্চল দিয়ে গাড়ি করে যাওয়ার সময় দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন এবং ততক্ষণাৎ স্থানীয়দের ডেকে তোলেন। দমকলকর্মীরা এসে কাজ শুরু করতেই জল ফুরিয়ে যাওয়ায় ও কাছাকাছি জল না পাওয়ায় পিএইচই তে যায় দমকল। কিন্তু‌ সেখানেও জল না পেয়ে আরো দূরবর্তী স্থান থেকে জল আনতে যেতে হয়। এরই মধ্যে তীব্রবেগে ছড়িয়ে পড়ে আগুন। মালবাজার, ময়নাগুড়ি ও ফালাকাটা থেকেও দমকল আসে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়ে তারা। ধূপগুড়ির বিধায়ক মিতালি রায় ও পুরসভার ভাইস-চেয়ারম্যান ঘটনাস্থলে আসেন। ৩১ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যদিও অগ্নিসংযোগের কারণ এখনো জানা যায়নি তবে কাছাকাছি জলাশয়গুলি ভরাট করায় জলাভাবের জন্য আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়নি, এমনটাই বলছেন স্থানীয়রা।