নাড্ডার রোড-শো'কে ছাপিয়ে যাবে মানিক সরকারের সভা,‌ আগাম হুঁশিয়ারি বামেদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/02/2021   শেষ আপডেট: 01/02/2021 9:30 a.m.
মানিক সরকার ~ Twitter

আগামী ২রা ফেব্রুয়ারি বর্ধমানে সভা করবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনের আগে কেউ কম যান না। শাসকদল তৃণমূল আর বৃহত্তর বিরোধী দল হিসেবে স্ফীত হওয়া বিজেপির পরস্পর বিরোধী তরজার মাঝেই বর্ধমানে নিজেদের এককালীন মজবুত ঘাঁটিকে আবার চাঙ্গা করতে সমাবেশের আগেই হুঁশিয়ারি দিল সিপিএম। আগামী ২রা ফেব্রুয়ারি বর্ধমানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে আসছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকার। বর্ধমান জেলার সিপিএম কার্যালয় থেকে জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক সরাসরি সাংবাদিকদের বলেন গত ৯ই জানুয়ারি সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার মিছিলে যে সমাগম হয়েছিল, তাকে ছাপিয়ে যাবে মানিকবাবুর সভা।

শুধু তাই-ই নয়, অচিন্ত্যবাবু আরও বলেন অভিনেতা তথা তৃণমূল নেতা সোহমের সভায় যে জনসমাবেশ হয়েছিল তাও হার মানবে ২রা ফেব্রুয়ারির কাছে। ইতিমধ্যেই "ফেরাতে হাল, ধরো লাল" স্লোগান তুলে বর্ধমান সহ সারা বাংলাকে আন্দোলনমুখী করে তোলার ডাক দিয়েছে বামেরা। পূর্ব বর্ধমানের প্রতি প্রান্ত থেকে লোক জমা হবে ওই সভায়, মত অচিন্ত্যবাবুর। লকডাউন ও তার পরবর্তী সময়েও শক্তি সঞ্চয় করেছে তারা, বর্ধমান থেকেই তাই পুরোদমে সূচনা হোক লাল আন্দোলনের, আশা রাখছেন নেতাকর্মীরা।