অমানবিক! অসহায় পরিযায়ী শ্রমিককে খাওয়ানো হলো রাস্তার কুকুরদের খাবার!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/05/2021   শেষ আপডেট: 20/05/2021 7:52 a.m.

ঘটনার জেরে চাঞ্চল্য ধুপগুড়িতে

করোনা মহামারীর সময় অনেক স্বেচ্ছাসেবী সংস্থা শ্রমিকদের এবং অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করছে। তাদের এই উদ্যোগের জন্য তাদেরকে সাধুবাদ কিন্তু কোন কোন সময় স্বেচ্ছাসেবী সংস্থাগুলি অবিবেচকের মতো কাজ করে। সেরকম একটি ঘটনায় নিদর্শন সামনে এলো আজকে। অভুক্ত এবং ক্লান্ত পরিযায়ী শ্রমিককে পথ কুকুরদের জন্য তৈরি করা খাবার দেওয়ার অভিযোগ উঠল এক স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে। উপায় না পেয়ে সেই খাবারেই সন্তুষ্ট থাকতে হল ওই শ্রমিককে। জলপাইগুড়ির ধূপগুড়িতে এরকমই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ওই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে নেটিজেনদের একাংশ। ওই ঘটনার আবার ভিডিও রেকর্ডিং করা হয়েছিল, আর সেই রেকর্ডিং এর জন্য প্রিয়াঙ্কুশ বড়ুয়া নামক একজন ব্যক্তিকে আটক করেছে জলপাইগুড়ির পুলিশ।

মঙ্গলবার এই স্বেচ্ছাসেবী সংস্থার ভিডিও ভাইরাল হওয়ার পরে নেট মহলে বিতর্ক শুরু হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে পরিবেশ প্রেমী একটি সংগঠন পথকুকুরদের সঙ্গে একই সাথে বসিয়ে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিককে খাবার দিচ্ছে। একজন আবার ফলাও করে বললেন, "কুকুরদের জন্য খাবার এনেছিলাম। কিন্তু উনি অভক্ত, খাবার চাইলেন তাই দিয়েছি।" ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিতরকের ঝড় উঠেছে। যেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সেখানে এই ভিডিও দেখার পর অনেকে সরব হয়েছেন। যদিও ওই পরিবেশপ্রেমী সংগঠন দাবি করেছে, পথ কুকুরদের একদম টাটকা খাবার খাওয়ানো হয়, পশুদের খাওয়ানোর আগে তারা নিজেরা একবার খাবারটা খেয়ে দেখে নেন।