বেড বা অক্সিজেনের খোঁজ চাই? কোভিড অ্যাপ চালু মমতা সরকারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/05/2021   শেষ আপডেট: 11/05/2021 6:35 p.m.
মমতা ব্যানার্জি twitter.com/MamataOfficial

অ্যাপটি গুগোল প্লে স্টোরে "Covid-19 West Bengal" লিখে সার্চ করলেই পাওয়া যাবে

করোনা সংক্রমনের বাড়বাড়ন্তে রীতিমত বেহাল দশা বাংলার। রাজ্যে প্রায় প্রতিদিন ২০ হাজারের কাছাকাছি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন এবং দৈনিক মৃত্যু সেঞ্চুরি ছাড়িয়েছে। করণা মোকাবিলা করার জন্য হাসপাতালের বেডে সংখ্যা কিংবা অক্সিজেনের ঘাটতি যাতে না ঘটে তার দিকে সম্পূর্ণ খেয়াল রাখছে রাজ্য সরকার। এবার সেই সাথে প্রয়োজনীয় সমস্ত পরিষেবা কি করে পাওয়া যাবে তা সাধারণ মানুষকে অবগত করার জন্য প্রশাসন নতুন কোভিড অ্যাপ চালু করল। এই অ্যাপ রাজ্যের করোনা সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট দেবে। এখন স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট থেকে সমস্ত রকম আপডেট পেতে হয় সাধারন মানুষকে। নতুন অ্যাপের মাধ্যমে জানা যাবে যে কোন হাসপাতালে কত বেড আছে, অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত আছে নাকি, করোনা হলে প্রাথমিক কি সর্তকতা নিতে হবে ইত্যাদি। এই অ্যাপটি গুগোল প্লে স্টোরে "Covid-19 West Bengal" লিখে সার্চ করলেই পাওয়া যাবে।

জানা গিয়েছে, এই অ্যাপ ডাউনলোড করে শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করলে করোনা সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবে রাজ্যবাসী। এছাড়া নতুন কোন গাইডলাইন বেরোলে এই অ্যাপে আপডেট করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গোটা দেশে গতকাল এক ধাক্কায় দৈনিক সংক্রমণ কমে দাঁড়িয়েছিল ৩ লাখ ৩০ হাজারে। সাথে নেমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গতকাল মৃত্যু হয়েছিল ৩ হাজার ৮৭৫ জনের। বর্তমানে দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্ত সংখ্যা ৩৭ লাখ ১৫ হাজার ২২১ জন।