পাঁচ বছরে মুখ্যমন্ত্রীর মোট সম্পদের পরিমাণ কমে প্রায় অর্ধেক !

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/03/2021   শেষ আপডেট: 11/03/2021 1:38 p.m.
-

এমনিতেই দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে কম সম্পদশালী ছিলেন মমতা, এবার তা আরও কমলো

রাজ্য তথা দেশের বিভিন্ন নেতিনেত্রীর সম্পদের পরিমাণ সময়ের সাথে সমানুপাতিক হলেও অত্যন্ত আশ্চর্যজনকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ গত পাঁচ বছরে কমে প্রায় অর্ধেক হয়ে গেছে। নন্দীগ্রাম কেন্দ্র থেকে নির্বাচন লড়ার জন্য গতদিন তমলুকে মহকুমা শাসকের কাছে মনোনয়ন জমা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পেশ করা হলফনামায় দেখা যাচ্ছে তাঁর সম্পদের পরিমাণ উল্লেখ করেন ১৬.৭২ লক্ষ টাকা। গত বিধানসভা নির্বাচন, অর্থাৎ ২০১৬ সালের হলফনামা অনুযায়ী তাঁর সম্পত্তির ছিল ৩০.৭৫ লক্ষ টাকা। অর্থাৎ গত পাঁচ বছরে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ সম্পদ কমেছে মুখ্যমন্ত্রীর।

এবারের পেশ করা হলফনামায় উল্লেখ করেন তার হাতে রয়েছে নগদ অর্থ ৬৯ হাজার ২৫৫ টাকা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে সাড়ে তেরো লক্ষ টাকার কিছু অধিক যা গতবারের ( প্রায় ২৭ লক্ষ) থেকে অর্ধেক কমেছে। গয়না বা অলংকার রয়েছে প্রায় ৪৪ হাজার টাকার যা আগের (২৬ হাজার) থেকে বেড়েছে এবং অন্যান্য খাতে বিনিয়োগ রয়েছে প্রায় সাড়ে আঠেরো হাজার টাকা যা আগের চেয়ে অনেক হ্রাস পেয়েছে। এমনিতেই দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর তুলনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদের পরিমাণ কম ছিল আগেও, এবার তা আরও কমে রীতিমতো নজির হয়ে দাঁড়ালো। তবে কেন এমন হল, তা নিয়েও প্রশ্ন থাকছেই।