"প্রথম দফাতেই বিজেপির দফারফা হবে", পিংলা জনসভা থেকে আত্মবিশ্বাসী হুংকার মমতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/03/2021   শেষ আপডেট: 27/03/2021 5:20 p.m.
মমতা ব্যানার্জি facebook@AITC Official

নির্বাচনে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন মমতা ব্যানার্জি

আজ শনিবার ২৭ মার্চ বাংলার প্রথম দফা বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। আজকে বাংলার ৫ জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্র জুড়ে ভোটগ্রহণ পর্ব চলছে। এরইমধ্যে আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা করতে পিংলাতে উপস্থিত হয়েছেন। আর সেখান থেকেই তিনি হুংকার দিয়ে বলেছেন, "প্রথম দফাতেই বিজেপির দফারফা হবে। আজকে ভাগ্য লেখা হয়ে যাচ্ছে বিজেপির।" তার সুদৃঢ় হুংকারে এটা স্পষ্ট যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একুশে বাংলা বিধানসভা নির্বাচন যে তার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। সেইসাথে আজকের জনসভা থেকে তিনি নির্বাচনের সময় রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন।

পিংলা সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিক্ষিপ্ত অশান্তির প্রসঙ্গ টেনে বলেছেন, "আজ নির্বাচনে জায়গায় জায়গায় বিজেপি তাদের লোক পাঠিয়ে দিয়েছে। সেখানে লোকবল দিয়ে তারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। মানুষকে তারা ভয় দেখাচ্ছে। কিন্তু এতে ভয় পাবার কোন দরকার নেই। আসলে ওরা জানে যে ওদের হার নিশ্চিত। তাই এরকম অনৈতিক কাজকর্ম করছে।" এছাড়াও সভা থেকে অধিকারী পরিবারকে কটাক্ষ করে তিনি বলেছেন, "দুধ কলা দিয়ে কেউটে সাপ পুষেছিলাম। তারা এখন বিজেপির হয়ে কাজ করছে। আমার দোষ আমি বুঝিনি ওরা আসলে কি।"