শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে, নন্দীগ্রামে ভোটের পুনর্গণনার দাবি নিয়ে আদালতে মমতা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/06/2021   শেষ আপডেট: 17/06/2021 11:02 p.m.
twitter.com/SuvenduWB

নন্দীগ্রামে ভোটের পুনর্গণনার দাবি জানিয়ে আদালতে মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি হয়েছে, ২ মে ভোটের ফল প্রকাশের পর এই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরে বাড়ে এই হুঁশিয়ারি কার্যকর করেই আদালতের দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি হয়েছে এবং এই ভোট আবারো গণনা করা হোক। গত দোসরা মে যখন নন্দীগ্রামে ভোট গণনা হয়েছিল তখন হঠাৎ করে একবার লোডশেডিং হয়ে গিয়েছিল এবং বেশ কিছুক্ষণের জন্য সিগন্যাল চলে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন সেই সময়ে ইভিএম মেশিন পাল্টে ফেলা হয় এবং তখন সমস্ত কারচুপি করা হয়।

অন্যদিকে সংবাদ সংস্থা এএনআই প্রথমে জানিয়েছিল, নন্দীগ্রাম আসন থেকে জয়লাভ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরক্ষণেই জানা যায় মমতা বন্দ্যোপাধ্যায় না বরং শুভেন্দু অধিকারী জয়লাভ করেছেন নন্দীগ্রাম থেকে। তারপর থেকেই শুরু হয় এই নন্দীগ্রাম আসনের ফলাফল নিয়ে চরম জলঘোলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করেন ভোট গণনায় কারচুপি হয়েছে কিন্তু বিজেপি এই দাবি মানতে সম্পূর্ণরূপে নারাজ। ফল প্রকাশের পরেই মুখ্যমন্ত্রী দাবি জানিয়েছিলেন, তিনি ফলাফল পুনর্গণনার জন্য হাইকোর্টের দ্বারস্থ হবেন। আর এবারে, হাইকোর্টে মামলা দায়ের করে নন্দীগ্রামের নির্বাচনের ভোটের পুনর্গণনার দাবি আরো জোরালো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত আগামী কাল বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই মামলার প্রথম শুনানি হবে।