ইয়াস সংক্রান্ত মোদীর পর্যালোচনা বৈঠক বয়কটের ইঙ্গিত ছিল মমতার, টুইটে দাবি রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/06/2021   শেষ আপডেট: 01/06/2021 9:22 a.m.
জগদীপ ধনখড় Twitter

মঙ্গলবার মধ্যরাতে এমন চাঞ্চল্যকর অভিযোগ আনলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

আবার রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) চাঞ্চল্যকর অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay) বিরুদ্ধে। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন ঘূর্ণিঝড় ইয়াস (Yaas Cyclone) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর্যালোচনা বৈঠক বয়কট করার পরিকল্পনা আগে থেকেই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় 'মেসেজ' করে তেমন ইঙ্গিত দিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে এক টুইট বার্তায় এমন অভিযোগ করেছেন রাজ্যপাল।

সেই টুইটে রাজ্যপাল লিখেছেন, "ভুল বর্ণনা দেওয়া হচ্ছে পুরো ঘটনার, তার প্রেক্ষিতেই আমি জানিয়ে রাখতে চাই, গত ২৭ মে রাত ১১টা বেজে ১৬ মিনিটে মমতা ব্যানার্জি আমায় একটি মেসেজ করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘আপনার সঙ্গে কথা বলতে পারি? খুব জরুরি’। এরপরই ফোনে ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু অধিকারী উপস্থিত থাকলে তাঁর আধিকারিকরা বৈঠক বয়কট করবেন।" এর পাশাপাশি তিনি বলেন, "পুরো ঘটনায় ইগো জিতল, হারল নাগরিক পরিষেবা।"

রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন নয়। তবে এদিন রাজ্যপালের এই টুইটে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগে প্রশ্ন তুলেছেন ওয়াকিবহাল মহল। তবে রাজ্যপাল আর এক টুইট বার্তায় প্রশ্ন তুলেছেন, "দেশে পারস্পরিক সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এ একটা 'কালো দিন'। প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে গণতন্ত্র ধ্বংস হয়েছে।"