২০২১ এর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা হতে পারে জুনে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/11/2020   শেষ আপডেট: 28/11/2020 7:11 p.m.
-

স্কুল শিক্ষা দফতরের তৈরি রুটিন মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই তবে চূড়ান্ত ঘোষণা হবে

প্রতি বছর সাধারণত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার পর্ব ফেব্রুয়ারী-মার্চেই সেরে ফেলা হয়। কিন্তুু আগামী বছর খুব সম্ভবত জুন মাসেই হতে পারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেষ্ট পরীক্ষা হবেনা। এছাড়াও পরীক্ষার সিলেবাসও কমানোর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক সাংসদের তরফ থেকে পরীক্ষার নির্ধারিত নির্ঘন্ট চাওয়া হয়েছিল। রাজ্যে স্কুল শিক্ষা দফতরের কাছে ইতিমধ্যে সেই নির্ঘন্ট এসে পৌঁছেছে। সেই নির্ঘন্ট অনুযায়ী ২০২১ এ বিধানসভা নির্বাচন মিটলে জুনের প্রথম সপ্তাহে মাধ্যমিক শুরু হবে। মাধ্যমিক শেষ হবার পরপরই শুরু হয়ে যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। দুটো পরীক্ষাই জুনেই মিটিয়ে ফেলার পরিকল্পনা করা হয়েছে। তবে এখনই কিছু চূড়ান্ত হয়নি। স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে এই পরিকল্পিত রুটিন মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। এবং সেই রুটিন মুখ্যমন্ত্রী যদি অনুমোদন করেন তবে ২০২১ এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট ঘোষণা করা হবে।